সামাজিক মাধ্যমে ছড়ানো ‘যৌথ বিবৃতিকে’ ভুয়া বলল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি

দীঘিনালা ও খাগড়াছড়ির ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি 'যৌথ বিবৃতিকে' ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

আজ শনিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একটি মহল কর্তৃক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার নাম ও ডিজিটাল স্বাক্ষর নকল করে 'যৌথ বিবৃতি' নাম দিয়ে তথাকথিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, যা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। দীঘিনালা ও খাগড়াছড়িতে জুম্মদের ওপর হামলা ঘটনার বর্ণনা দিয়ে উক্ত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, 'পিসিজেএসএস, ইউপিডিএফ এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) সম্বলিত হয়ে এই যৌথ বিবৃতির মাধ্যমে এই ঘটনার দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি।'

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কর্তৃক এই ধরনের কোনো বিবৃতি প্রদান করা হয়নি। উক্ত 'যৌথ বিবৃতি' নামের বিবৃতিটি সম্পূর্ণ ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে জনসংহতি সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

 

Comments

The Daily Star  | English

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

58m ago