২০০ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় রশিদ

ইংল্যান্ডের ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট শিকার করলেন তিনি।
ছবি: এএফপি

উড়িয়ে মেরে সীমানা পার করতে চাইলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ডিপমিডউইকেটে বল জমা পড়ল জ্যাকব বেথেলের হাতে। এই উইকেট নেওয়ার মাধ্যমে রেকর্ডের খাতায় নাম ওঠালেন আদিল রশিদ। ইংল্যান্ডের ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট শিকার করলেন তিনি।

শনিবার লিডসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নতুন কীর্তি গড়েন রশিদ। ১৯৯ উইকেট নিয়ে খেলতে নামা এই লেগ স্পিনার ২০০ স্পর্শ করেন বিপজ্জনক ম্যাক্সওয়েলকে ফিরিয়ে। এরপর আরও একটি শিকার ধরেন তিনি। অ্যাডাম জ্যাম্পাকে বিদায় করায় তার উইকেটের সংখ্যা বেড়ে হয়েছে ২০১।

উইকেটের 'ডাবল সেঞ্চুরি' পূরণ করতে রশিদের লাগল ১৩৭ ম্যাচ। তিনি আটবার ৪ উইকেট ও দুবার ৫ উইকেট নিয়েছেন। তার ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্স ছিল ২০১৭ সালে। ব্রিস্টলে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ২৭ রান খরচায়।

ওয়ানডেতে ইংল্যান্ডের জার্সিতে অন্তত ১০০ উইকেট রয়েছে মোট তিন স্পিনারের। ২০০৯ সালে এই সংস্করণে অভিষেক হওয়া রশিদ ছাড়া বাকি দুজন অফ স্পিনার। দুজনই ইতি টেনেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। অলরাউন্ডার মঈন আলী ১৩৮ ম্যাচে ১১১ ও গ্রায়েম সোয়ান ৭৯ ম্যাচে ১০৪ উইকেট পেয়েছেন।

সব মিলিয়ে ৫০ ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক ডানহাতি পেসার জেমস অ্যান্ডারসন। তিনি ১৯৪ ম্যাচে ২৬৯ উইকেট নিয়েছেন। দুইয়ে থাকা আরেক ডানহাতি পেসার ড্যারেন গফের নামের পাশে রয়েছে ১৫৮ ম্যাচে ২৩৪ উইকেট। এই তালিকায় ৩৬ বছর বয়সী রশিদের অবস্থান তিন নম্বরে।

নটিংহ্যামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে অনায়াসে জিতে সিরিজে এগিয়ে আছে সফরকারী অস্ট্রেলিয়া। গত বৃহস্পতিবার স্বাগতিক ইংল্যান্ডের দেওয়া ৩১৬ রানের বড় লক্ষ্য ৩৬ বল ও ৭ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে তারা। ম্যাচসেরা ট্রাভিস হেড খেলেন ১২৯ বলে অপরাজিত ১৫৪ রানের বিস্ফোরক ইনিংস।

Comments

The Daily Star  | English

‘Vested groups behind violence in the hills’

Three advisers, who visited Rangamati and Khagrachhari yesterday, have pointed out that vested groups are trying to destabilise the situation in the hills with a view to putting the interim government in an awkward position.

5h ago