পবিপ্রবির নতুন উপাচার্য কাজী রফিকুল ইসলাম

কাজী রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।

চার বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

তিনি পবিপ্রবির সাবেক ভিসি স্বদেশ কুমার সামন্তের স্থলাভিষিক্ত হবেন। 

নবনিযুক্ত ভিসি কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল শহরের মরহুম কাজী আব্দুল খালেক ও কাজী রাবেয়া বেগমের ছেলে।

Comments