যৌথবাহিনীর অভিযানের ২১ দিনে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯২

অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে যৌথবাহিনী।
প্রতীকী ছবি

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত ২১ দিনে ২১৬টি অস্ত্র উদ্ধার ও ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্রের বরাতে মন্ত্রণালয় জানায়, অভিযানে এ পর্যন্ত ১১টি রিভলভার, ৬২টি পিস্তল, ১৩টি রাইফেল, ২৮টি শটগান, ৬টি পাইপগান, ২৩টি শুটারগান, ২০টি এলজি, ৩১টি বন্দুক, একটি একে-৪৭, দুটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, ৪টি এয়ারগান, দুটি টিয়ার গ্যাস লঞ্চার, ৫টি এসএমজি, ৫টি এসবিবিএল এবং দুটি থ্রি-কোয়ার্টার উদ্ধার করা হয়েছে।

সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও র‌্যাবের সমন্বয়ে যৌথবাহিনী গত ৪ সেপ্টেম্বর থেকে অভিযান পরিচালনা করে যাচ্ছে।

Comments

The Daily Star  | English
Govt restructures task force on bringing back illegal money

Govt restructures task force on bringing back money illegally taken abroad

Headed by Bangladesh Bank governor, the nine-member task force became operational with immediate effect

6h ago