উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেনেড, অস্ত্র, গুলিসহ আরসার ৪ সদস্য আটক

আটককৃতরা একাধিক মামলার আসামি।
রোহিঙ্গা ক্যাম্প। স্টার ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বেশ কিছু হ্যান্ডগ্রেনেড, অস্ত্র ও গুলিসহ আরসার চার সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন ।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, আজ রোববার ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত উখিয়া উপজেলার বর্ধিত ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়। আটকৃতরা মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য ও একাধিক মামলার আসামি।

আটক ৪ জন হলে-- আমির হোসেন (২৯),জিয়াউর রহমান (৩২), সেয়দুল আমিন (৩০) ও মোহাম্মদ হারন (২২) ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় চার জনকে আটক করা হয়। তাদের তথ্যে ৪টি হ্যান্ডগ্রেনেড, ৭টি দেশীয় তৈরি বন্দুক, চার্জারসহ দুটি ওয়াকিটকি, কয়েকটি হেলমেট, ৯ রাউন্ড গুলি, ধারালো লম্বা কিরিচসহ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams

A total of 77.78 percent students passed this year’s Higher secondary Certificate (HSC) and equivalent examinations

51m ago