ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৫২

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৬৩ জন।
ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ১৫২ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৬৩ জন। তাদের মধ্যে ৮০ জন পুরুষ ও ৮৩ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩৮ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। পুরুষ একজনের বয়স ৫৬-৬০ বছরের মধ্যে, একজনের ৫১-৫৫ বছরের মধ্যে ও অপরজনের বয়স ২১-২৫ বছরের মধ্যে। আর নারীদের একজনের বয়স ২৬-৩০ বছরের মধ্যে ও অপরজনের বয়স ৬৬-৭০ বছরের মধ্যে।

২৪ ঘণ্টায় ৯৮২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলেও এতে জানানো হয়।

Comments

The Daily Star  | English

BFIU asks banks to freeze accounts of Joy, Putul, Bobby

After the fall of the Sheikh Hasina-led Awami League government, the BFIU has frozen the accounts belonging to more than 100 politically exposed persons, including ministers, state ministers, member of parliament, businessmen, government officials and police officials.

1h ago