মিরপুরে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ, যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হয়েছেন পল্লবী থানার বাউনিয়া এ ব্লকের যুবলীগের সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খান ও সদস্য সোহেল। মঙ্গলবার পল্লবী এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

এতে বলা হয়, গত ৪ আগস্ট মিরপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. ইমরান।

এই ঘটনায় ইমরানের মা বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় মামলা করেন। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

1h ago