খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা: সহিংসতা তদন্তে কমিটি

স্টার অনলাইন গ্রাফিক্স

খাগড়াছড়িতে আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ এবং সরকারি কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে সদর থানায় দুটি মামলা দায়ের হয়েছে।

এদিন সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও খাগড়াছড়ি বাজার পরিদর্শন করেছেন।

Comments

The Daily Star  | English

Plane carrying 49 crashes in Russia's far east: authorities

A rescue helicopter later spotted the burning fuselage of the plane on a mountainside about 16 kilometres (10 miles) from Tynda.

1h ago