লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মার্কিন নাগরিক নিহত

কামেল আহমদ জাওয়াদ। ছবি: এক্স (সাবেক টুইটার)

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিহত হয়েছেন। কামেল আহমদ জাওয়াদ নামের ওই ব্যক্তি মিশিগানের ডিয়ারবর্নের বাসিন্দা।

তার মেয়ে, বন্ধু ও নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী মার্কিন কংগ্রেসওম্যানের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেমোক্রেটিক ইউএস রিপ্রেজেন্টেটিভ রাশিদা তালাইবের কার্যালয় গতকাল জানায়, জাওয়াদ প্যালেস্টাইন আমেরিকান কংগ্রেসওম্যানের নির্বাচনী এলাকার একজন প্রতিনিধি এবং মার্কিন নাগরিক।

তার মেয়ে নাদিন জাওয়াদ এক বিবৃতিতে জানান, তার বাবা মঙ্গলবার লেবাননে 'নিরীহদের জীবন বাঁচানোর চেষ্টাকালে' নিহত হয়েছেন। তিনি বয়স্ক এবং প্রতিবন্ধীদের সাহায্যের জন্য একটি হাসপাতালের কাছে থাকতে চেয়েছিলেন।

গতকাল হোয়াইট হাউসের এক মুখপাত্র পৃথক বিবৃতিতে বলেন, 'জাওয়াদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বন্ধুদের জন্য আমাদের গভীর সমবেদনা। লেবাননের অনেক বেসামরিক নাগরিকের মতো তার মৃত্যুর ঘটনাও একটি ট্র্যাজেডি।'

ডেট্রয়েট নিউজ জানায়, বৃদ্ধ মায়ের যত্ন নিতে লেবাননে ছিলেন জাওয়াদ। 

তার বন্ধু হামজাহ রাজা ও স্থানীয় ডিয়ারবর্ন গ্রুপও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি বিমান হামলায় জাওয়াদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলকে সমর্থনের জন্য নানাভাবে সমালোচিত হয়ে আসছে যুক্তরাষ্ট্র। তারপরও গাজা ও লেবাননে নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে গাজার জনসংখ্যার প্রায় পুরোটাই বাস্তুচ্যুত হয়েছে। মিশিগানের ডিয়ারবর্নে বহু আরব আমেরিকান বসবাস করেন।

 

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

12h ago