এবার 'সেরা আট' লক্ষ্য মার্তিনেজের

জাতীয় দলের হয়ে শিরোপা জিততে চেয়েছিলেন। কোপা আমেরিকা দিয়ে সেই স্বপ্ন পূরণ করেন। এরপর চেয়েছিলেন বিশ্বকাপ। পেয়েছেন তাও। পরে অ্যাস্টন ভিলার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নও পূরণ হয়েছে। এবার সেট করেছেন নতুন লক্ষ্য। ইউরোপ সেরার আসরের প্রথম পর্বে সেরা আটে থাকতে চান ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

বুধবার রাতে ভিলা পার্কে ৪১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফেরার ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলের ব্যবধানে হারায় অ্যাস্টন ভিলা। ম্যাচের ৭৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় জন দুরান। এর আগে ১৯৮২ সালে এই বায়ার্নকেই ফাইনালে হারিয়ে তৎকালীন ইউরোপিয়ান কাপ প্রথম ও শেষবারের মতো জিতেছিল দলটি।

তবে এরপর দিনে দিনে শক্তি খর্ব হয়েছে ভিলার। সবশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল দলটি। এরপর দুটি ইন্টারটোটো কাপ। এরপর ২০১৬ সালে তো রেলিগেশন হয়ে গিয়েছিল দলটির। তবে এক মৌসুম পরই আবার প্রিমিয়ার লিগে ফিরে আসে তারা। এবার তো খেলছে চ্যাম্পিয়ন্স লিগেই।

ম্যাচ শেষে এমিলিয়ানো বলেছেন, 'এটি একটা ইচ্ছা, এখনও খেলার অনেক কিছু বাকি আছে। আমরা প্রথম আটে থেকে যোগ্যতা অর্জন করতে চাই, শীর্ষ আটে। এটি (বায়ার্নের বিপক্ষে জয়) একটি ধাপ, আমরা এখন ঘরের মাঠে বোলোনিয়ার বিপক্ষে খেলবে। আমরা সম্ভবত আরও বেশি শান্ত আছি তবে আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।'  

চার বছরেরও বেশি সময় ধরে অ্যাস্টন ভিলায় খেলছেন এমিলিয়ানো। তবে আগের রাতের ম্যাচের মতো এতটা তীব্র ও উত্তাল সমর্থক দেখেননি জানালেন তিনি, 'আমি এই ক্লাবে যোগ দেওয়ার পর নিশ্চিতভাবে ভিলা পার্কে সবচেয়ে জোরে আওয়াজ ছিল আজকেই। কখনও কখনও তো কান ঝালাপালা হয়ে যাচ্ছিল আমার। এখানে খেলতে ভালোবাসি আমি, সমর্থকদের ভালোবাসি। এই জয় তাদের জন্য।'

এদিন বদলি নেমে ম্যাচের পার্থক্য গড়ে দেন জন দুরান। কিন্তু অসাধারণ পারফরম্যান্সে গোলবার অক্ষত রাখেন এমিলিয়ানো। জামাল মুসিয়ালার দারুণ এক শট ঠেকিয়ে দিয়েছেন। এরপর শেষ দিকে হ্যারি কেইনের হেড ঠেকিয়ে দেন অবিশ্বাস্য দক্ষতায়। তাতে চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচে ক্লিনশিট ধরে রাখেন এই আর্জেন্টাইন।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago