লালমনিরহাটে সরকারি গোডাউন থেকে ২৫০ মেট্রিক টন চাল গায়েব, কর্মকর্তা পলাতক

এই ঘটনায় কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
ফেরদৌস আলম | ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি খাদ্য গুদাম থেকে ২৫০ মেট্রিক টন চাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতভর ট্রলিতে করে গুদাম থেকে চাল সরিয়ে নেওয়া হয়। গতকাল থেকে গুদাম কর্মকর্তা ফেরদৌস আলমকে আর দেখা যায়নি।

এদিকে গতকাল উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি এলাকায় চাল ব্যবসায়ী একরামুল হকের গুদামে অভিযান চালিয়ে ৬০০ বস্তায় ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। তবে একরামুলকে আটক করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক বাদী হয়ে গতকাল ফেরদৌস আলম ও একরামুলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। অন্যদিকে এই ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির প্রধান ও জেলা খাদ্য নিয়ন্ত্রককে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

জানতে চাইলে এনামুল হক ডেইলি স্টারকে বলেন, 'ভোটমারী সরকারি খাদ্য গুদাম কর্মকর্তা ফেরদৌস আলম চাল আত্মসাতে জড়িত। বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের গুদামে চাল সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ফেরদৌস আলমকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে। তিনি গ্রেপ্তার হলে বাকি চাল কোথায় আছে জানা যাবে।'

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম ডেইলি স্টারকে বলেন, 'আমরা ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করেছি। ভোটমারী সরকারি খাদ্য গুদাম সিলগালা করা হয়েছে।'

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার গণমাধ্যমকে জানান, 'এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
Why did the Khagrachhari school reinstate a known sexual predator?

Why did the Khagrachhari school reinstate a known sexual predator?

This incident exposes the added vulnerability of young women and girls when they belong to Indigenous communities.

6h ago