বার্সেলোনাকে ছুঁয়েও স্বস্তি নেই রিয়ালের

অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে হোঁচটের পর চ্যাম্পিয়ন্স লিগে হার। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে দলটি। তাতে শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁয়েও ফেলে তারা। কিন্তু তারপরও স্বস্তি নেই লস ব্লাঙ্কোসদের। কারণ চোটে পড়ে প্রায় পুরো মৌসুমের জন্য ছিটকে গিয়েছেন ডিফেন্ডার দানি কার্বাহাল।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৫ মিনিট না যেতেই দূরপাল্লার দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন ফেদে ভালভার্দে। ৭৩তম মিনিটে তার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র।

দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে ম্যাচের প্রায় শেষ মুহূর্তে। যোগ করা সময়ে ইয়েরেমি পিনোর কাছ থেকে একটি বল ক্লিয়ার করতে গিয়ে পায়ে আঘাত পান অভিজ্ঞ ডিফেন্ডার কার্বাহাল। তাৎক্ষণিকভাবে চিকিৎসককে ডাকেন প্রচণ্ড ব্যথায় কারাতে থাকা এই ডিফেন্ডার। শেষ পর্যন্ত অশ্রুসিক্ত নয়নে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

পরে জানা গেছে এসিএল ক্ষতিগ্রস্ত হয়েছে কার্বাহালের। যে কারণে এ মৌসুমে আর নাও দেখা যেতে পারে তাকে। এ ধরণের ইনজুরি থেকে ফিরে আসতে সাত থেকে আট মাস সময় লাগে খেলোয়াড়দের। সঙ্গে রয়েছে পুনর্বাসন প্রক্রিয়া ও ম্যাচ ফিটনেসের ব্যাপারও।

চোটের বিষয়টি নিশ্চিত করে সামাজিকমাধ্যমে কার্বাহাল জানিয়েছেন, 'গুরুতর ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি নিশ্চিত হয়েছে, আমাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে এবং কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। আমি পুনর্বাসন শুরু করার দিয়ে তাকিয়ে আছি এবং পশুর মতো ফিরে আসার অপেক্ষায় আছি।'

কার্বাহালের চোট নিয়ে ম্যাচ শেষেই কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, 'হাঁটুতে মোটামুটি গুরুতর চোট বলে মনে হচ্ছে। পুরো ড্রেসিংরুম শোকাহত ও চিন্তিত। এটি এমন কিছু যা ক্যালেন্ডারে অনেকবার ঘটে এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের সঙ্গে ঘটেছে।'

উল্লেখ্য, ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে বার্সেলোনার পাশে বসেছে রিয়াল। তবে একটি ম্যাচ কম খেলেছে কাতালান ক্লাবটি। ফের তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের। আজ রোববার আলাভেসের মাঠে নামবে হান্সি ফ্লিকের দল।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago