সাবেক মন্ত্রী আবদুর রহমান ও সাবেক এনএসআই ডিজি জোবায়েরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুর রহমান এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশে দিয়েছেন আদালত।
আব্দুর রহমান ও টিএম জোবায়ের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুর রহমান এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশে দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।

আদালতে কর্মরত দুদক কর্মকর্তা আমির হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর দুদকের পক্ষে এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আবদুর রহমান, জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। তাই তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

এ বিষয়ে ব্যবস্থা নিতে স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে আদেশের কপি পাঠানো হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

2h ago