আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু মাহমুদ চৌধুরী

আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মতো নির্বাহী আদেশে মামলা বাতিল নয়, আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়েই তারেক রহমান দেশে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

টাঙ্গাইলের মির্জাপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এসে শনিবার রাতে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকার সবার ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছে, এখানে কারও কোনো দ্বিমত নেই। নির্বাচনি ব্যবস্থার সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে জাতিকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে সবার অংশীদারত্বমূলক, জবাবদিহিমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।'

তিনি আরও বলেন, 'জনগণের আগামী দিনের যে আকাঙ্ক্ষা, বিশেষ করে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। সুতরাং সেই কাজটি যত দ্রুত সম্ভব আমাদের সমাধান করে গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে হবে।'

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রদল নেতা সাঈদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago