নীলফামারীতে আসাদুজ্জামান নূরসহ ২০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আসাদুজ্জামান নূর
আসাদুজ্জামান নূর। স্টার ফাইল ফটো

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ২০২ জনের বিরুদ্ধে নীলফামারীতে একটি হত্যা মামলা হয়েছে।

আজ মঙ্গলবার নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। 

মামলার বাদী ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদর উপজেলার টুপামারী বাজারে সহিংসতার ঘটনায় নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে মো. লিটন রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে রামগঞ্জ বাজারে আওয়ামী লীগের এক হাজার থেকে ১৫০০ লোক আক্রমণ করে বেধরক মারপিট আরম্ভ করে। কৃষক সিদ্দিক আলী বাজারে গুরুতর আহত হয়ে রাস্তায় আসাদুজ্জামান নূরের গাড়িচাপায় মারা যান। 

এটি আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দায়ের করা দ্বিতীয় হত্যা মামলা। একই দিনের ঘটনায় নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর স্ত্রী সুখধন গ্রামের বাসিন্দা শাহানাজ বেগম গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে আসামি করে ৪২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা করেছেন।

Comments

The Daily Star  | English

Some news outlets, people spreading lies about number of cops killed in uprising: CA press wing

PHQ published list of 44 killed; anyone claiming a higher number is requested to provide proof

1h ago