উবারে ‘উট’ ডেকে উদ্ধার পেলেন দুবাইয়ের মরুতে পথ হারানো ২ নারী

‘উবার ক্যামেল’ বা উট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হন এই নারী। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট
‘উবার ক্যামেল’ বা উট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হন এই নারী। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

ইন্টারনেটে একটি বেশ মজার ভিডিও ভাইরাল হয়েছ। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা দুই নারী নিরুপায় হয়ে উবার অ্যাপের শরণাপন্ন হন। সেখানে তারা 'উবার ক্যামেল' বা উট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হয়ে পড়েন।

আজ বুধবার এই মজার ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

দুই নারী সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের এক মরুভূমির মধ্য দিয়ে যাত্রা করছিলেন। এ সময় তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে বিপাকে পড়েন তারা।

সুবিশাল, সুবিস্তৃত মরুভূমিতে পথ হারিয়ে হঠাত করেই উবার অ্যাপ খুলে বসেন তাদের একজন । অপ্রত্যাশিতভাবে ভ্রমণের বিকল্প হিসেবে 'উট' দেখতে পান তিনি। এই অস্বাভাবিক পরিবহনটি বুকিং দেওয়ার কিছুক্ষণ পরই সেখানে এক ব্যক্তি উট নিয়ে হাজির হন। নিজেকে 'উবার ক্যামেল ড্রাইভার' বলে পরিচয় দেন তিনি।

এক নারী তাৎক্ষণিকভাবে উটের পিঠে চেপে বসেন। এ সময় অপর জন অবাক হয়ে বলেন, 'পথ হারিয়ে আমরা সত্যি সত্যি উট ডেকে এনেছি।'

এরপর উবার ডাকা সেই নারী চালককে জিজ্ঞাসা করেন, 'আপনার জীবিকার উৎস কি?'। জবাবে তিনি বলেন, 'আমি উবার ক্যামেল সেবা দেই। আমি মরুভূমিতে পথ হারানো মানুষকে সাহায্য করি।

চালক ব্যাখ্যা দেন, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা মানুষদের সহযোগিতা দেওয়ায় তার পারদর্শিতা রয়েছে।

দুবাই-হাট্টা সড়কের আল বাদাইয়ের নামের অবস্থানে এই ভিডিওটি ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

অল্প সময়ের মাঝে এই ভিডিও সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দেয়।

নেটিজেনরা এই ক্লিপ দেখে ও শেয়ার করে মজা পান। অনেকে বিস্ময় প্রকাশ করেন। আবার অনেকে একে 'নকল' ভিডিও বা 'সাজানো' ঘটনা বলেও অভিহিত করেন।

এক ইউজার লেখেন, 'শুধু দুবাইতেই আপনি তেমন কোন চিন্তা না করেই উবারে উট ডেকে আনতে পারবেন।'

আরেকজন মজা করে লেখেন, 'নিরাপত্তার খাতিরে উটের লাইসেন্স প্লেট পরখ করে নিতে ভুলবেন না।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

12h ago