তুর্কি অ্যারোস্পেসে হামলার দায় স্বীকার করল কুর্দি বিদ্রোহীরা

তুরস্কের রাজধানী আঙ্কারায় অ্যারোস্পেস কোম্পানিতে হামলা হওয়ার পর অ্যাম্বুলেন্সের সারি। ছবি: এএফপি

তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হামলার দায় স্বীকার করেছে কুর্দি বিদ্রোহী সংগঠন পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি)। 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পিকেকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে আজ শুক্রবার এএফপি এ তথ্য জানিয়েছে।  

গত বুধবারের ওই হামলায় পাঁচ জন নিহত ও ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বিবৃতিতে বলা হয়, 'পিকেকের অমর ব্যাটালিয়নের একটি দল বুধবার স্থানীয় সময় সাড়ে ৩টায় আঙ্কারার টিএআই ক্যাম্পাসে হামলা চালিয়েছে।'

তুর্কি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ওই হামলার পেছনে পিকেকের সংশ্লিষ্টতার সুস্পষ্ট প্রমাণ আছে তাদের কাছে। তুরস্ক সরকার ও তাদের পশ্চিমা মিত্ররা পিকেকেকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় রেখেছে। 

তুরস্কের গণমাধ্যমের খবরে জানানো হয়, হামলাকারী দুজনের একজন নারী ও একজন পুরুষ। নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়েছেন।

হামলার জবাবে বুধবারই ইরাকের উত্তরাঞ্চল ও সিরিয়ায় পিকেকের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। 

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

1h ago