সূচকের উত্থানে লেনদেন শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই, শেয়ারবাজার, শেয়ারের দরপতন,

অবশেষে শেয়ারবাজারে সূচকের উত্থান হলো। আজ মঙ্গলবার দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১ দশমিক ০৭ শতাংশ বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আজ সকাল ১১টা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৫১ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করছে।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৮ কোটি ৩৪ লাখ টাকা। ২৮৬টির কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ৩৯টির।

প্রথম ঘণ্টায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেড়ে ৪৭ টাকায় লেনদেন হয় মতিন স্পিনিং মিলসের শেয়ার।

পুঁজিবাজারের তীব্র পতনের কারণ অনুসন্ধানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা তদন্ত কমিটি গঠনের একদিন পর গতকাল সূচক চার বছরের মধ্যে সর্বনিম্নে নামে। এরপর আজ দিনের শুরুতে সূচক ঘুরে দঁড়ালো।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

53m ago