আনিসুল, শাজাহান, ইনুসহ ৮ জনের ৪১ দিনের রিমান্ড

(উপরের সারিতে বা থেকে) আনিসুল হক, শাজাহান খান, হাসানুল হক ইনু ও হাজী সেলিম, (নিচের সারিতে বা থেকে) সাধন চন্দ্র মজুমদার, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জিয়াউল আহসান ও তানভীর হাসান সৈকত। ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুসহ আটজন সাবেক এমপি-মন্ত্রী-কর্মকর্তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে।

রিমান্ডে নেওয়া বাকিরা হলেন—সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য হাজী মো. সেলিম, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

আদালতের কর্মীরা জানিয়েছেন, তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরিফুর রহমান ও মো. ইমরান আহমেদ এই আদেশ দেন।

শাহবাগ ও বাড্ডা থানার দুটি মামলায় আনিসুলকে আট দিনের এবং যাত্রাবাড়ী থানার মামলায় শাজাহানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় ইনুকে পাঁচ দিনের রিমান্ডে এবং মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় সাধনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

চকবাজার থানায় দায়ের করা মামলায় হাজী সেলিমকে পাঁচ দিনের রিমান্ডে এবং সাবেক পুলিশ প্রধান মামুনকে ধানমন্ডি ও বংশাল থানায় হওয়া দুটি মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় জিয়াউল আহসানকে পাঁচ দিনের রিমান্ডে এবং চকবাজার থানায় করা মামলায় সৈকতকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

4h ago