নবায়নযোগ্য জ্বালানিতে ১০ বছর কর ছাড়

পরিবেশবান্ধব বিদ্যুৎ
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করলে ১০ বছরের কর সুবিধা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়।

কর প্রশাসন জানিয়েছে, আগামী বছরের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ বাণিজ্যিক উৎপাদন শুরু হলে বিনিয়োগকারীদের আয়ের ওপর কর ছাড় দেওয়া হবে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রথম পাঁচ বছর বিনিয়োগকারীদের কর সম্পূর্ণ মওকুফ করা হবে।

পরপর তিন বছর বিনিয়োগকারীদের আয়ের অর্ধেকের ওপর কর দিতে হবে। পরবর্তী দুই বছরে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প থেকে আয়ের ওপর কর ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

পরিবেশবান্ধব জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে ও জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমাতে বিদ্যুৎ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে এনবিআর এই কর সুবিধা দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে এ কর সুবিধা কার্যকর হবে।

এক কর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই প্রথম কর প্রশাসন নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলোর জন্য একচেটিয়াভাবে করের সুবিধা দিলো।'

এর আগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া বাকি সব বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে কর ছাড়ের প্রস্তাব দেয় এনবিআর।

২০২৩ সালের জুনে কর কর্তৃপক্ষ ২০২৪ সালের ৩০ জুনের আগে যে কোনো সময় বিদ্যুৎ উৎপাদন শুরু করবে এমন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর আয়ের ওপর কর অবকাশ ১২ বছর বাড়িয়েছে।

গত ২৭ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রায় তিন হাজার ১০২ মেগাওয়াট ক্ষমতার ৩৭ নবায়নযোগ্য বিদ্যুৎ স্থাপনাসহ ৪২ বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করে।

Comments

The Daily Star  | English

NBR officials begin nationwide shutdown

The protest started at 9:00am, with a large number of NBR officials participating from across the country, disrupting exports and imports activities

23m ago