১ লাখ টাকা কমিয়ে সরকারি হজ প্যাকেজ ৪ লাখ ৭৯ হাজার টাকা

হজ নিবন্ধনের সময়সীমা
ছবি: সংগৃহীত

আগামী বছর হজ পালনের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ৪ লাখ ৭৯ হাজার টাকায় হজ সম্পন্ন করা যাবে।

আজ বুধবার ধর্ম উপদেষ্টা এএফএম খালিদ হোসেন সচিবালয়ে নিজ কার্যালয়ে সরকারি হজ ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন।

গত বছর সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজ ছিল ৫ লাখ ৭৯ হাজার টাকা। অর্থাৎ, আগের বছরের তুলনায় খরচ প্রায় ১ লাখ টাকা কম।

এছাড়া, আরেকটি প্যাকেজের খচর ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার টাকা।

সরকারি হজ ব্যবস্থাপনায় এ বছর কোনো বিশেষ হজ প্যাকেজ থাকবে না।

বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ এখনো ঘোষণা করা হয়নি। বেসরকারি হজ এজেন্সির প্ল্যাটফর্ম হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদের প্যাকেজ ঘোষণা করবে।

এবার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৫ সালের হজ ৫ জুন অনুষ্ঠিত হতে পারে।

 

Comments

The Daily Star  | English

HRSS calls 2024 'one of Bangladesh's deadliest'

Rights group calls for enhanced safeguards for women, children and minorities

1h ago