লেবাননে ১ মাসে ৩০ বার আক্রান্ত হয়েছে শান্তিরক্ষী বাহিনী

ইউনিফিলের মুখপাত্র আন্দ্রেয়া তেনেনতি। ছবি: রয়টার্স
ইউনিফিলের মুখপাত্র আন্দ্রেয়া তেনেনতি। ছবি: রয়টার্স

লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এক মাসেই ৩০ বার আক্রান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

ইউনিফিল নামে পরিচিত এই বাহিনীর মুখপাত্র আন্দ্রেয়া তেনেনতি জানান, ৩০ বার আক্রান্তের ঘটনায় তাদের অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং শান্তিরক্ষীরা আহত হয়েছেন। অন্তত ২০টি ঘটনার মূলে রয়েছে ইসরায়েলের সরাসরি হামলা বা অন্য কোনো পদক্ষেপ।

আন্দ্রেয়া জানান, ইসরায়েলের সাতটি উদ্যোগ 'নিশ্চিতভাবেই ইচ্ছাকৃত'।

আরও প্রায় ১২টি ঘটনায় আগুনের সুত্রপাত হলেও এর কারণ জানা যায়নি বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আন্দ্রেয়া বলেন, 'কয়েকটি ঘটনায় নিয়মিত টহল ও নজরদারিতে ব্যস্ত শান্তিরক্ষী, আনুষঙ্গিক উপকরণ ক্যামেরা, লাইটিং ও টহল চৌকির ওপর সরাসরি হামলা করেছে (ইসরায়েলি বাহিনী), যা সবচেয়ে উদ্বেগজনক।''

লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর গাড়ীবহরের সামনে ইসরায়েলি সেনা। ছবি: রয়টার্স
লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর গাড়ীবহরের সামনে ইসরায়েলি সেনা। ছবি: রয়টার্স

'আমি স্পষ্ট করে বলতে চাই, ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ, উভয়ের কার্যকলাপের কারণেই শান্তিরক্ষীরা বিপদে পড়ছে', যোগ করেন তিনি।

১৯৭৮ সালে ইসরায়েল লেবাননে আগ্রাসন চালায়। এরপর দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়।

সেপ্টেম্বরে লেবাননে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরুর পর থেকেই আক্রান্ত হচ্ছে শান্তিরক্ষীরা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানালেও এতে কান দেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বরং উল্টো দাবি করেছেন, শান্তিরক্ষীরা ইসরায়েলের 'হিজবুল্লাহ নির্মুলের অভিযানে' বাধার সৃষ্টি করছে। তাদেরকে সীমান্ত ছেড়ে যাওয়ারও আহ্বানও জানিয়েছেন বেনিয়ামিন 'বিবি' নেতানিয়াহু।

 

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

53m ago