সুচরিতা-নাঈমকে নিয়ে চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড পুনর্গঠন 

সুচরিতা, নাঈম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,

সুচরিতা-নাঈম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ দিতে জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর পুরস্কার জয়ীদের নাম সুপারিশ করতে জুরিবোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

সেই প্রজ্ঞাপন সংশোধন করে 'জুরিবোর্ড' পুনর্গঠন করে আবার প্রজ্ঞাপন জারি করা হলো।

নতুন প্রজ্ঞাপনে জুরিবোর্ডে চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন- অভিনেত্রী সুচরিতা, নব্বই দশকের নায়ক নাঈম, সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু ও চলচিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ।

পদাধিকার অনুযায়ী জুরিবোর্ডের সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)। সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ঢাকার ভাইস চেয়ারম্যান, সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিশাখা প্রধান।

জুরিবোর্ডে আরও আছেন চিত্রগ্রাহক বরকত হোসেন; সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি; ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন; বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

জুরিবোর্ডের কার্যপরিধিতে বলা হয়েছে, এই জুরিবোর্ড'২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণ করে পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে। আজীবন সম্মাননাসহ মোট ২৮টি ক্ষেত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago