প্রায় ২৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্র—পৃথিবীর অন্যতম পুরোনো গণতান্ত্রিক একটি দেশ, যা তার স্বাধীনতার প্রায় ২৫০ বছর পর আজও সেই একই নির্বাচন ব্যবস্থা অনুসরণ করছে, যা দেশটির প্রতিষ্ঠাতারা ঠিক করে দিয়েছিলেন। বৈশ্বিক পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন যেন পুরো বিশ্বের জন্যই একটি মেগা ইভেন্ট। কিন্তু, কী এই নির্বাচন ব্যবস্থা? কী এই 'ইলেকটোরাল কলেজ' যার মাধ্যমে নির্ধারণ হবে আগামী চার বছর কে বসবেন হোয়াইট হাউসের মসনদে?

এসবই জানব আজকের স্টার এক্সপ্লেইন্সে।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago