চট্টগ্রামে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটক ৫০

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে একদল বিক্ষোভকারীর সংঘর্ষে সাত পুলিশ সদস্য আহতের ঘটনায় ৫০ জনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সংঘর্ষের পর যৌথ বাহিনীর অভিযানে ৫০ জনকে আটক করা হয়। তারা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।'

এ বিষয়ে আজ বুধবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় এক ব্যবসায়ীর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত হাজারী গলি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Comments

The Daily Star  | English

‘Use firearms in self-defence’

After a police officer was attacked during a raid in the port city, Chattogram police chief Hasib Aziz told officers to be ready to use arms for self-defence.

22m ago