উইসকনসিনে জয়, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার ভোট গণনায় উইসকনসিন অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট পেয়ে তিনি ম্যাজিক নম্বর ২৭০ পার করে ফেলেছেন।

আর এর মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হলো।

বার্তাসংস্থা এপির তথ্য অনুযায়ী, উইসকনসিনের ১০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ট্রাম্পের ভোট এখন ২৭৭, আর কমলা হ্যারিসের ২২৪।  

গতকাল ফ্লোরিডায় ভোট দিয়েই ট্রাম্প বলেছিলেন, সব জায়গায় রিপাবলিকানরা খুবই ভালো করছে। তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

রোনাল্ড রিগানের পর প্রথম রিপাবলিকান হয়ে ২০১৬ সালের নির্বাচনে উইসকনসিনে জিতেছিলেন ট্রাম্প। কিন্তু ২০২০ সালে বাইডেনের কাছে হারিয়েছিলেন রাজ্যটি। 

দোদুল্যমান রাজ্য উইসকনে হ্যারিস ও ট্রাম্প দুজনেই অনেক সময় দিয়েছেন প্রচারণায়। ২০২০ সালের নির্বাচনে এই রাজ্যের ভোট পুনর্গণনার জন্য মামলা করেও হেরেছিলেন।

এপির ভোটের তথ্য অনুযায়ী, আজ স্থানীয় সময় ভোর ৫টা ৩৪ মিনিটে ট্রাম্পকে এ রাজ্যে বিজয়ী ঘোষণা করা হয়।

১৮৯২ সালে গ্রোভার ক্লিভল্যান্ডের পর ট্রাম্পই হতে যাচ্ছেন প্রথম প্রেসিডেন্ট যিনি পরপর দুই মেয়াদে না জিতেও দুইবার মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন।

২০২২ এর ১৫ নভেম্বর প্রেসিডেন্ট পদের জন্য প্রচারণা শুরু করেন ট্রাম্প।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago