হিন্দু বাড়িতে হামলা-লুটপাট: বহিষ্কৃত বিএনপি নেতার গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জ শহরতলীর ব্রাহ্মণকচুরি গ্রামের একটি হিন্দু বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া এবং তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও এখনো কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানান তারা।
আজ বুধবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের কালীবাড়ির সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্রাহ্মণকচুরি গ্রামে ইদ্রিস মিয়ার নেতৃত্বে জয়কৃষ্ণ বর্মণের বাড়িতে লুটপাট ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করা হয়।
তারা অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের দিনই বিএনপি সমর্থিত স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস তার দলবল নিয়ে সদর উপজেলার ব্রাহ্মণকচুরী গ্রামের জয়কৃষ্ণ বর্মনের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করে। তারা ওই বাড়ির সব মালামালসহ ঘরের দরজা-জানালাও খুলে নিয়ে যায়। সেসময় ওই পরিবারের সদস্যদেরকেও এলাকাছাড়া করে হামলাকারীরা।
ঘটনার পরদিন ৬ আগস্ট ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে পুলিশ বিষয়টি আমলে নেয়নি। পরে পুলিশের সদর দপ্তরে যোগাযোগ করা হয়। ঘটনার ৪৮ দিন পর গত ২৩ সেপ্টেম্বর মামলাটি এফআইআরভুক্ত করে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। ওই মামলায় ইদ্রিসসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়। কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কারণে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে বাদীপক্ষকে দেশছাড়া করাসহ হত্যার হুমকি দিচ্ছে।
মানববন্ধন শেষে হিন্দু সম্প্রদায়ের লোকজন ওই পরিবারের পক্ষে নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই মামলার সব আসামি এলাকাছাড়া। তবে যৌথবাহিনীর পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। খুব শিগগির এ ব্যাপারে একটা ইতিবাচক ফল পাওয়া যাবে।'
গত ৫ আগস্ট কিশোরগঞ্জ জেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরের ব্রাহ্মণকচুরি গ্রামের ওই হিন্দু পরিবারে হামলা চালিয়ে কোটি টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুট করার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি নেতা ইদ্রিস মিয়ার বিরুদ্ধে। একইসঙ্গে ওই পরিবারের এক সদস্যকে রাজনৈতিক হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগও আছে।
ঘটনার পর দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত সেপ্টেম্বরে ইদ্রিস মিয়াকে দল থেকে বহিষ্কার করে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
Comments