বন্যার ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল

রেজওয়ানা চৌধুরী বন্যা
রেজওয়ানা চৌধুরী বন্যা। স্টার ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের ওপর রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান 'সুরের ধারা'র জমির লিজ বাতিল করেছে সরকার।

আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে ঢাকার জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, এই জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্তে 'সুরের ধারা'র চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার নামে অনুমোদিত হয়েছিল। জমিটি ঢাকার মোহাম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় অবস্থিত।

বাতিল হওয়া জমিটি খাস খতিয়ানভুক্ত, যার দাগ নম্বর সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫, সিটি-১১৬৬৭ এবং ১১৪১২। মোট জমির পরিমাণ শূন্য দশমিক পাঁচ এক দুই শূন্য একর। ওই জমির সিএস ও আরএস রেকর্ডে 'খাল' হিসেবে শ্রেণিকরণ থাকার কারণে এই বন্দোবস্ত বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

July killings: Court orders exhumation of 114 bodies for identification

A Dhaka court today ordered the authorities concerned to exhume 114 bodies of individuals killed during the July uprising in order to identify them

54m ago