রিমান্ডে অসুস্থ পলক ঢামেক হাসপাতালে

জুনাইদ আহ্‌মেদ পলক। ফাইল ছবি সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি নেওয়া হয়।

এর আগে রাত সোয়া ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিনি সাত দিনের রিমান্ডে ছিলেন। আজ রিমান্ডের প্রথম দিন ছিল। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পলক বর্তমানে হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

44m ago