প্রথম সেশনে বাংলাদেশের দাপট, তাসকিনের ২ উইকেট

ফাইল ছবি

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টসের সময় বললেন, পিচ থেকে প্রথম ঘণ্টায় সুবিধা আদায় করতে চান বোলিংয়ে। সেই লক্ষ্য পূরণ হলো না। তবে দ্বিতীয় ঘণ্টায় ঠিকই মিলল সাফল্য। তাসকিন আহমেদ পরপর দুই ওভারে সাজঘরে পাঠালেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও কেসি কার্টিকে। এতে দাপট দেখিয়ে প্রথম সেশন শেষ করল বাংলাদেশ।

শুক্রবার অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন বিরতির আগে খেলা হলো ২৩ ওভার। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৫০ রান। ক্রিজে আছেন ওপেনার মিকাইল লুই ৭২ বলে ৩৬ রানে। তার সঙ্গে কাভেম হজ খেলছেন ২০ বলে ১০ রান।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের পেস সহায়ক উইকেটে প্রথম ঘণ্টায় বাংলাদেশের পেসাররা যথেষ্ট ধারাবাহিক ছিলেন না। লাইন ও লেংথ এলোমেলো হয়ে যাচ্ছিল নিয়মিত বিরতিতে। তাই পানি পানের বিরতির আগে দুই ক্যারিবিয়ান ওপেনারকে তেমন বিপাকে পড়তে হয়নি। তারা দেখেশুনে ব্যাট চালিয়ে সময় কাটিয়ে দিতে থাকেন। তবে বেশ কয়েক দফা পরাস্ত হন তারা। ব্র্যাথওয়েট ও লুইয়ের ব্যাটের আশপাশ দিয়ে চলে যায় বল। 

শুরুতে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ উইকেটের সাহায্য খুব একটা কাজে লাগাতে না পারলেও ধীরে ধীরে পাল্টাতে থাকে পরিস্থিতি। ১৪তম ওভারে আসে বাংলাদেশের জন্য প্রথম উল্লাসের মুহূর্ত। তাসকিনের অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা চমৎকার ডেলিভারিতে এলিবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ব্র্যাথওয়েট।

স্বভাবসুলভ কায়দায় খেলে ৩৮ বলে ৪ রান করেন উইন্ডিজ অধিনায়ক। তিনি অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু আম্পায়ার্স কল হওয়ায় তা কাজে আসেনি। রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্পে গিয়েই আঘাত করত। ২৫ রান ভাঙে উদ্বোধনী জুটি।

অভিজ্ঞ ডানহাতি পেসার তাসকিন আক্রমণে ফিরে ধরেন আরেক শিকার। একটু থেমে আসা বলে আগেই শট খেলে বিপদ ডেকে আনেন কার্টি। শর্ট মিড অনে অনায়াস ক্যাচ নেন তাইজুল ইসলাম। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি কার্টি। ২৭ রানে ২ উইকেট হারানো ক্যারিবিয়ানদের এরপর টানছেন আস্থার প্রতীক হয়ে ওঠা লুই। হজও সাবলীল কায়দায় খেলছেন।

৬ ওভারে ১৯ রান খরচায় তাসকিন নিয়েছেন ২ উইকেট। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম দুর্দান্ত বল করলেও এখনও সাফল্য পাননি। ৮ ওভারে তার খরচা ১৫ রান। শরিফুলের মতোই আঁটসাঁট আছেন আরেক ডানহাতি পেসার হাসান। তার ৮ ওভারে এসেছে ১৬ রান। সেশনের শেষ ওভারটি করেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago