যমুনা ফিউচার পার্ক বন্ধের সিদ্ধান্ত থেকে ফিরে এলো শপিংমল কর্তৃপক্ষ

রাজধানীর যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শপিং মল কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার রাতে শপিংমলে বেশ কয়েকটি দোকানে চুরি অভিযোগে সড়ক অবরোধ করে দোকান মালিক ও কর্মচারীদের বিক্ষোভের পর আজ থেকে বিপণিবিতানটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।

এই ঘোষণার কয়েক পরই দোকানমালিকদের সঙ্গে বৈঠক করে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান।

রঙ বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৌমিক দাস জানান, সমস্যাগুলো সমাধান করা হয়েছে এবং শপিংমল খোলা থাকবে বলে তাদের জানানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক আব্দুল কাদের জানান, আজ ব্যবসায়ীরা দ্বিতীয় দিনের মতো প্রগতি সরণি অবরোধ করে বিক্ষোভ করেন।

মন্তব্যের জন্য যমুনা গ্রুপের বিপণন, বিক্রয় এবং অপারেশন বিভাগের পরিচালক মোহাম্মদ আলমগীর আলমের সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

৩৩ একর জমির ওপর নির্মিত যমুনা ফিউচার পার্ক কেনাকাটা, বিনোদন এবং খাবারের জন্য রাজধানীবাসীর জনপ্রিয় গন্তব্য।

Comments

The Daily Star  | English

CU returns to merit-based hall allocations shedding political influence

Food quality, cleanliness issues still persist, say students

31m ago