বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে সেনা মোতায়েন

তেহরিক-ই-ইনসাফ, পাকিস্তান, ইসলামাবাদ, ইমরান খান,
পিটিআই সমর্থকরা ইসলামাবাদের দিকে যাওয়ার সময় পুলিশ সদস্যদের বাধাার মুখে পড়েন। গতকাল সোমবার রাজধানীর উপকণ্ঠে মোতায়েন করা নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদেরর সংঘর্ষ হয়েছে। ছবি: এএফপি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চলমান বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা পাকিস্তান। ফলে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে দেশটির কেন্দ্রীয় সরকার রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে।

আজ মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর্টিকেল-২৪৫ ধারাতে একটি প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপনে সামরিক বাহিনীকে শৃঙ্খলা বজায় রাখতে ও সহিংসতা মোকাবিলায় সহায়তা করার অনুমতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সেনাবাহিনীকে অরাজকতা রোধে যেখানে প্রয়োজন সেখানে কারফিউ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে।

সূত্রগুলো জিও নিউজকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীকেও সহিংসতাকারীদের দেখামাত্র গুলি করার অনুমতি দেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছে, যে কোনো ধরনের অরাজকতা ও সন্ত্রাসমূলক কার্যকলাপ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশৃঙ্খলাকারীদের বিচারের আওতায় আনতে তাদের চিহ্নিত করা হচ্ছে।

শ্রীনগর হাইওয়েতে একটি মর্মান্তিক ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে পিটিআই সমর্থকরা রেঞ্জার্স কর্মীদের ওপর একটি গাড়ি উঠিয়ে দেয়। এ ঘটনায় চারজন রেঞ্জার্স নিহত হয়েছেন এবং দুই পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলায় এ পর্যন্ত চার রেঞ্জার ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পিটিআই সমর্থকরা তাদের কারাবন্দী নেতা ইমরান খানের আহ্বানে ইসলামাবাদে প্রবেশ করতে চাইছে। তারা রাজধানীর ডি-চকে জড়ো হয়ে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে চান বলে জানা গেছে।

এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুরের নেতৃত্বাধীন পিটিআই বিক্ষোভকারীদের গাড়িবহর আটকাতে দুদিন ধরে রাজধানীতে নিরাপত্তা লকডাউন জারি আছে। সরকার ইসলামাবাদের প্রধান সড়কে প্রতিবন্ধকতা তৈরি করতে শিপিং কনটেইনার ব্যবহার করেছে।

উল্লেখ্য, ইমরান খানের প্রতিষ্ঠিত পিটিআইয়ের সমর্থকরা সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার ইসলামাবাদে বিক্ষোভ মিছিল করেছেন। কখনো কখনো তাদের কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Comments

The Daily Star  | English

Pakistan PM Shehbaz Sharif starts emergency security meeting

26 killed in Pakistan, 8 killed in Indian Kashmir in shelling from both sides

8h ago