প্রমোশনাল কনটেন্ট

কেরানীগঞ্জে পিডিবির ৮৯ একর জমি অবৈধ দখলমুক্ত

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৪৬৪ শূন্যপদে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে চর গোলগলিয়া মৌজার আওড়াহাটি গ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অধিগ্রহণ করা ৮৯ দশমিক ০২ একর জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়েছে। 

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিডিবি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ওই জমির একাংশে বিনা অনুমতিতে স্থানীয় এক দখলদার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিলেন। পিডিবির চেয়ারম্যান ও সদস্য (প্রশাসন) অঞ্জনা খান মজলিশের নির্দেশনা অনুযায়ী ওই জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়েছে। 

উল্লেখ্য, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য এই জমি ২০১১ সালের ১৬ জানুয়ারি অধিগ্রহণ করা হয়, যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ৪৪৫ কোটি টাকা। 
 

Comments