৪৬ বিসিএস প্রিলির ফল নতুন করে প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭

সরকারি কর্ম কমিশন। ফাইল ফটো

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নতুন ফলাফলে দেখা গেছে, মোট ২১ হাজার ৩৯৭ প্রার্থী এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

আজ বুধবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ফলাফল জানানো হয়।

গত ২৬ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ৯ মে ৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করা হয়েছিল। ওই ফলাফলে মোট ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হয়েছিল।

আজ পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য বৈষম্য দূর করতে আগে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সর্বনিম্ন নম্বরের একাধিক সংখ্যক প্রার্থী থাকায় সমসংখ্যক প্রার্থীর চেয়ে কিছু সংখ্যক বেশি প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করতে হয়েছে। ফলে আগের ১০ হাজার ৬৩৮ জনসহ মোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থীকে সাময়িকভাবে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের ফলাফল পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

16h ago