৪৪তম বিসিএসে ১,৭১০ পদের বিপরীতে পরীক্ষার্থী ৩ লাখ ৫০ হাজারের বেশি

আজ শুক্রবার সকাল ১০টা থেকে সারাদেশে ৪৪তম বিসিএস পরীক্ষা চলছে। ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ পদের বিপরীতে পরীক্ষার্থী ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। প্রতি পদে লড়ছেন ২০৫ জন।
ছবি: সংগৃহীত

আজ শুক্রবার সকাল ১০টা থেকে সারাদেশে ৪৪তম বিসিএস পরীক্ষা চলছে। ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ পদের বিপরীতে পরীক্ষার্থী ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। প্রতি পদে লড়ছেন ২০৫ জন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় ১ লাখ ৮৪ হাজার ৩৩৯ জন, রাজশাহীতে ৩২ হাজার ৫৮১ জন, চট্টগ্রামে ৩০ হাজার ২২৯ জন, খুলনায় ২৫ হাজার ৯৬৭ জন, বরিশালে ১১ হাজার ৬৩৯ জন, সিলেটে ১০ হাজার ৫১৯ জন এবং রংপুরে ২৮ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

Comments