আমরা যা-ই করছি, রেকর্ড হয়ে যাচ্ছে: জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি। ছবি: ফিরোজ আহমেদ

এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুধু তা-ই নয়, দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম দুই ওয়ানডেতে তিনটি রেকর্ড গড়েছে তারা। এতে ভীষণ আনন্দিত টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেষ ম্যাচে আরেকটি নতুন কীর্তি গড়ার লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই সংস্করণে দেশের মাটিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড এটি। ১৯৪ রানের লক্ষ্য ৩৭ বল হাতে রেখে সহজেই টপকে গেছে স্বাগতিক দল। এর আগে গত বুধবার একই ভেন্যুতে প্রথম ম্যাচে দুটি কীর্তি গড়ে লাল-সবুজ জার্সিধারীরা। ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ২৫২ রান তুলে তারা পায় রেকর্ড ১৫৪ রানের জয়।

সিরিজ জয়ের পর রেকর্ড গড়ার তৃপ্তি নিয়ে ম্যাচসেরা হওয়া জ্যোতি গণমাধ্যমকে বলেছেন, 'আমরা যা-ই করছি, রেকর্ড হয়ে যাচ্ছে (হাসি)। হয়তো আগে করতে পারিনি, তাই এখন যা করছি, রেকর্ড হচ্ছে। ভালো লাগে। অনেক দিন ধরে এই ক্রিকেটাররা অনেক কষ্ট করছে। ম্যাচ জিততে না পারায় অনেক সময় নেতিবাচকতা বেশি থাকে।'

এই সিরিজের আগে টানা পাঁচটি ওয়ানডে হেরেছিল বাংলাদেশ। দলনেতা জ্যোতির মতে, ব্যর্থতার সেই বৃত্ত ভাঙায় ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে আছেন, 'দলকে উজ্জীবিত করার যতোই চেষ্টা করেন না কেন, (নেতিবাচকতা) থাকে। দলের জন্য জয় অনেক বড় ব্যাপার। খারাপ করলে অনেক কিছু চলে আসে যে এটা নেই, ওটা ভালো না। এখনও যে খারাপ কিছু নেই, তা নয়। তবে ভালোর পরিমাণটাই এবার বেশি।'

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্গত চলমান সিরিজের দুটি ম্যাচ জিতে ইতোমধ্যে ৪ পয়েন্ট নিশ্চিত করেছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথমবারের মতো কোনো দলকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি এখন তাদের সামনে। এই প্রসঙ্গে উইকেটরক্ষক-ব্যাটার জ্যোতি বলেছেন, 'আমাদের মাথায় আপাতত ২ পয়েন্ট। এর সঙ্গে হচ্ছে, আমরা যেন তাদের হোয়াইটওয়াশ করতে পারি। কখনও কোনো দলকে (নিজেদের মাটিতে) করতে পারিনি (হোয়াইটওয়াশ)। এটা আমাদের দলের জন্য একটা মাইলফলক হবে।'

পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি, 'তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে, দল হিসেবে খেলা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যদি করতে পারে, তাহলে দিনটা আমাদের হবে।'

বাংলাদেশকে এদিন লক্ষ্যে পৌঁছে দিতে ফারজানা হক পিংকি ৫০, শারমিন আক্তার সুপ্তা ৪৩ ও জ্যোতি ৩৯ রানের ইনিংস খেলেন। ম্যাচসেরার পুরস্কার পাওয়া নিয়ে বাংলাদেশ কাপ্তান অবশ্য বিস্মিত হয়েছেন, 'একদম হুট করে (ম্যাচসেরা হয়েছি)। আমি পুরোপুরি অবাক। আমার মনে হয়েছিল, পিংকি আপু হবেন (ম্যাচসেরা)। এটাও আসলে সেরকম কোনো তাৎপর্য বহন করে না। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এটাই গুরুত্বপূর্ণ। ম্যাচটা শেষ করে আসতে পারলে ভালো লাগত।'

Comments

The Daily Star  | English

Yunus places 7-point roadmap for Rohingya repatriation

'Time for action now,' he says at dialogue on Rohingya crisis in Cox’s Bazar

46m ago