এক বছরের ব্যবধানে আবার অবসরে ইমাদ

ছবি: এএফপি

এক বছরের ব্যবধানে আরও একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইমাদ ওয়াসিম। পাকিস্তানের বাঁহাতি অলরাউন্ডার অবশ্য ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইমাদ। তিনি লিখেছেন, 'অনেক চিন্তাভাবনা ও পর্যবেক্ষণের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের জন্য সর্বোচ্চ সম্মানের। আর সবুজ জার্সি গায়ে জড়ানোর প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয়।'

গত বছরের নভেম্বরে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন ইমাদ। ৩৫ বছর বয়সী ক্রিকেটার অবশ্য চার মাসের মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার পর গত মার্চে তিনি অবসর ভেঙে ফিরেছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

সবশেষ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইমাদ। মুলতান সুলতানসের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে নির্বাচিত হন ফাইনালের সেরা খেলোয়াড়। গোটা আসরেই ব্যাটে-বলে নৈপুণ্য দেখান তিনি। ব্যাটিংয়ে ১২ ম্যাচে ১২৮.৫৭ গড়ে ১২৬ রান করেন। বাঁহাতি স্পিনে ৬.৬০ ইকোনমিতে তার শিকার ছিল ১২ উইকেট।

দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইমাদকে ফেরাতে ভীষণ আগ্রহী ছিল পিসিবি। তবে যুক্তরাষ্ট্রে হওয়া আসরে একদমই ভালো করতে পারেনি পাকিস্তান। সুপার এইটে উঠতে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় তারা। এরপর আর দলে ডাক মেলেনি ইমাদের।

ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ইমাদ লিখেছেন, 'এই (আন্তর্জাতিক) অধ্যায় শেষ হওয়ায় আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আমার যাত্রা চালিয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আশা করি, সবাইকে আামি নতুন নতুন উপায়ে বিনোদন দিয়ে যাব।'

পাকিস্তানের হয়ে প্রায় এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই ইমাদের। ৫৫টি ওয়ানডেতে ৯৮৬ রানের সঙ্গে ৪৪টি উইকেট নিয়েছেন তিনি। তবে ২০২০ সালের পর এই সংস্করণে আর সুযোগ হয়নি তার। ৭৫টি টি-টোয়েন্টি খেলে তিনি ৫৫৪ রান করেছেন। সঙ্গে উইকেট পেয়েছেন ৭৩টি।

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

44m ago