‘কয়েকদিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করবে সরকার’

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

আগামী কয়েকদিনের মধ্যেই সরকার শিক্ষা কমিশন ঘোষণা করতে যাচ্ছে। দেশে-বিদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অনন্য, সুপরিচিত ও দক্ষ লোকদের নিয়ে এ কমিশন গঠন করা হবে।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম এ কথা জানান।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিন‌'স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, 'বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধিসহ অন্যান্য সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তন আনার জন্য কাজ করছে সরকার।'

অধ্যাপক এম আমিনুল ইসলাম আরও বলেন, 'প্রত্যেক শিক্ষাথীর ভিশন থাকতে হবে প্রথম হওয়া। দ্বিতীয় হওয়ার চিন্তাভাবনা শিক্ষার্থীদের মন থেকে মুছে ফেলতে হবে। ইংরেজিকে একটি বিষয় না ভেবে ইংরেজিতে প্রত্যেককে দক্ষ হতে হবে। ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারলে দেশে ও বিদেশে কর্মক্ষেত্র তৈরি, কর্মদক্ষতা অর্জন, গবেষণা ও অন্যান্য সব কাজে সফলতা অর্জন করতে পারবে।'

'আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় তরুণ ও কিশোরদের ক্রিয়েটিভিটিকে মূল্যায়ন না করে মুখস্তবিদ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যার কারণে শিশু-কিশোরদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়,' বলেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগের ১০৯ শিক্ষার্থীকে ডিন'স অ্যাওয়ার্ড দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

45m ago