প্রশ্নফাঁস: পিএসসির অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

আব্দুল আজিম ও রুপন চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের সাব-আসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন ক্যাডার) পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তারা হলেন—সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিস সহকারী মো. আব্দুল আজিম ও পরিচ্ছন্নতাকর্মী রুপন চন্দ্র দাস।

আজ বুধবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, সাইবার পুলিশ সেন্টারের একটি দল গতকাল আগারগাঁও পিএসসি প্রধান কার্যালয়ের সামনে থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকার বিনিময়ে বিসিএসসহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, গত ৫ জুলাই রেলের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও প্রশ্নের উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে টাকার বিনিময়ে বিতরণের খবর পায় পুলিশ।

এ ঘটনায় পল্টন মডেল থানায় ৯ জুলাই মামলা করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আজিম ও রুপনকে এ মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

18m ago