জার্মানিতে ‘ক্রিসমাস মার্কেটে’ গাড়ি চালিয়ে দিলেন সৌদি চিকিৎসক, শিশুসহ নিহত ২

হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। ছবি: এএফপি

জার্মানির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্ক শহরের একটি ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার পর এক শিশুসহ অন্তত দুইজন নিহত হয়েছেন।

এ হামলায় আহত হয়েছে অন্তত ৬৮ জন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন নগর কর্মকর্তারা।

বিবিসির খবরে বলা হচ্ছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে।

সাক্সেনের প্রধানমন্ত্রী রেইনার হ্যাসেলফ বলেছেন, ৫০ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী সৌদি আরবের একজন চিকিৎসক বলে ধারণা করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলার পর পর সেখানে 'বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।'

বিবিসির বার্লিন সংবাদদাতা জেসিকা পার্কার বলছেন, 'অনেক জার্মান নাগরিকের জন্য এটি কিছু বেদনাদায়ক স্মৃতির জন্ম দেবে।'

বড়দিনের আগে ইউরোপজুড়ে ছোট-বড় শহরগুলোতে 'ক্রিসমাস মার্কেট' একটি প্রাচীন ঐতিহ্য। বড়দিনের আগে উৎসব মুখর পরিবেশে এসব মার্কেটে হাতে তৈরি নানা সামগ্রী থেকে শুরু করে শীতকালীন বস্ত্র, কেক জাতীয় খাবার বা মিষ্টান্ন ও নানা ধরনের পানীয় পাওয়া যায়। থাকে আরও নানা সাংস্কৃতিক আয়োজন।

গতকাল সন্ধ্যা সাতটার কিছু পর গাড়িচালক জমজমাট মার্কেটে অনেক মানুষের ভেতর প্রায় ৪০০ মিটার পথ গাড়ি চালিয়ে নিয়ে যায়। এরপর আতঙ্কে জার্মানির নানা শহরে 'ক্রিসমাস মার্কেটগুলো' বন্ধ করে দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

1h ago