রাজধানীতে পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোরসহ নিহত ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী কিশোরসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন—মিরপুরের কালশীর এলাকার পোশাকশ্রমিক সিয়াম (১৫) ও ব্রাক্ষ্মণবাড়িয়ার কাপড় ব্যবসায়ী আদম আলী (৫৫)।  

শুক্রবার মাঝরাত আড়াইটার দিকে আসাদগেট এলাকায় ট্রাকের চাপায় সিএনজিআরোহী আদম আলী আহত হন। পরে ভোর ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে কালশীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পোশাকশ্রমিক সিয়াম আহত হয়। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেল রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

মৃত আদম আলীর ভাতিজা মো. মাসুম জানান, তাদের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মুক্তারামপুর গ্রামে। তার চাচা আদম আলী এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। অসুস্থ ছেলেকে ডাক্তার দেখানোর জন্য গতকাল চারজন ঢাকায় আসেন। ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে যাওয়ার পথে আসাদ গেট এলাকায় একটি ট্রাক তাদের বহনকারী সিএনজিকে চাপা দেয়।

এতে আদম আলী নিহত হওয়ার পাশাপাশি আহত হন তার ছেলে সাকের আলী (১৬), ভাতিজা নবী হোসেন (৪৫), ও মেয়ের জামাই সাখাওয়াত হোসেন।

আহতদের সবাইকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে নিহত সিয়ামের বন্ধু মো. সিরাজুল জানান, সিয়াম রুপনগর ইষ্টার্ন হাউজিং এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতো। রাতে আরেক বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সে। কালশী ফ্লাইওভারের নিচে আসলে একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পরে গুরুতর আহত হয় সিয়াম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

Health Sector Reform Commission submits report to Yunus

Calls for constitutional obligation of primary healthcare

30m ago