মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর ৫ সহযোগীসহ গ্রেপ্তার: আইএসপিআর

রাজধানীর মোহাম্মদপুরের তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২১ ডিসেম্বর রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে তার পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, আলমগীর ও তার সহযোগীরা ধারালো অস্ত্রসহ নবোদয় হাউজিং এলাকায় অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে বসিলা সেনা ক্যাম্প থেকে তিন সেকশন সেনা সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর ও তার পাঁচ সহযোগীকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার ছয়জনকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

The Daily Star  | English

Milestone tragedy: two more die to burn injuries

The total number of deaths from the jet crash now stands at 35

28m ago