জাতীয় লিগ টি-টোয়েন্টি

মুগ্ধ-আলাউদ্দিন বাবুর দুর্ধর্ষ বোলিংয়ে চ্যাম্পিয়ন রংপুর

Rangpur Division
ছবি: শেখ নাসির

ফাইনাল ম্যাচ যেন নির্ধারিত হয়ে গেল প্রথম ২৮ বলে। টস হেরে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো মুকিদুল ইসলাম মুগ্ধ আর আলাউদ্দিন বাবুর তোপে ওই সময়ে ১৬ রান তুলতেই হারিয়ে বসল পাঁচ উইকেট। এরপর টেনেটুনে পঞ্চাশ পেরুতে পারলেও ম্যাচ জেতার আর বাস্তবতা ছিলো না তাদের। মেট্রোকে গুঁড়িয়ে তাই অনায়াসে জাতীয় লিগের টি-টোয়েন্টি আসরের প্রথম শিরোপা জিতল রংপুর বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের টি-টোয়েন্টি আসরের ফাইনাল হয়েছে চরম লো স্কোরিং। তাতে ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। ফাইনাল মঞ্চে স্রেফ ৬২ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো। ওই রান তুলতেও ৫ উইকেট হারায় রংপুর, যদিও ম্যাচ শেষ করে নেয় ৮.৪  ওভার আগে।

রংপুরের জয়ে বড় ভূমিকা তাদের দুই পেসারের। মুগ্ধ ও আলাউদ্দিন দুজনেই ঠিক ১৩ রান খরচায় পান সমান ৩টি করে উইকেট।

ম্যাচের একদম তৃতীয় বলেই ইমরানুজ্জামানকে ফেরান মুগ্ধ। পরের ওভারে নাঈম শেখকে উইকেটের পেছনে ক্যাচ বানান আলাউদ্দিন। তৃতীয় ওভারে আমিনুল ইসলাম বিপ্লবকে বোল্ড করে দেন মুগ্ধ। পঞ্চম ওভারে তাহজিবুল ইসলামের স্টাম্প আলাউদ্দিনের বলে উড়ে গেলে ১৬ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় মেট্রো। 

অভিজ্ঞ শামসুর রহমান এই সংকটে ত্রাতা হতে পারেননি, মোসাদ্দেক হোসেন সৈকতও দেখাতে পারেননি বিপদ থেকে বেরুনোর পথ। শামসুরের ১৪ রান তাও দলের সর্বোচ্চ। তিনি ফেরেন চৌধুরী রিজওয়ানের বলে। ৬ রান করে এলবিডব্লিউতে কাটা পড়েন সৈকত। টেল এন্ডাররা কোনরকমের পঞ্চাশ পার করালেও তা নিয়ে লড়াই করা ছিলো অসম্ভব। 

সহজ রান তাড়ায় নেমে ১৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিলো রংপুরও। আলিস আল ইসলাম আর আবু হায়দার রনি চেষ্টা চালালেও চাপ জারি রাখা যায়নি। আরিফুল হক ও এনামুল হক এনাম মিলে দলকে সহজেই লক্ষ্যে নিয়ে যান।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

4h ago