জাহাজে ৭ খুন

ক্ষোভ থেকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেন ইরফান: র‍্যাব

জাহাজে ৭ খুন
বাগেরহাটের চিতলমারী থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করে র‍্যাব। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে সাত জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেন ওই জাহাজেরই কর্মী আকাশ মণ্ডল ওরফে ইরফান। তাকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করে এই তথ্য জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ডেইলি স্টারকে জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের কারণে ক্ষুব্ধ ছিলেন ইরফান। সেই ক্ষোভ থেকেই তিনি জাহাজের মাস্টার গোলাম কিবরিয়সহ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেন।

তিনি জানান, জাহাজের বাজার করার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি তিন পাতা ঘুমের ওষুধ কেনেন। ইরফান একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ঘুমন্ত সাত জনকে হত্যা করেন। নিরাপত্তার জন্য কুড়ালটি আগে থেকেই ওই জাহাজে ছিল।

তিনি আরও বলেন, জাহাজের বাজার করার ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি ৩ পাতা ঘুমের ওষুধ কেনেন। আর যে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয় সেটি নিরাপত্তার জন্য জাহাজে আগেই জাহাজেই ছিল।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

28m ago