বিপিএলের টিকেট পাওয়া যাবে অনলাইনে ও ব্যাংকে

বিপিএল ২০২৫ টিকেট
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের টিকেট কেনা যাবে অনলাইনে ও মধুমতি ব্যাংক থেকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি করা হবে না।

আগামীকাল সোমবার দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর শুরুর আগের দিন সকালেও টিকেট সম্পর্কে ধোঁয়াশায় ছিলেন দর্শকরা। ক্ষুব্ধ ভক্ত-সমর্থকরা তাই বিক্ষোভ করেন শেরে বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে টিকেটের মূল্য ও প্রাপ্তিস্থান।

রোববার বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, 'বিপিএলের টিকেট কাল (সোমবার) থেকে শুধু মাত্র অনলাইনে (www.gobcbticket.com.bd) ও মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিক্রি হবে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি হবে না।'

শেরে বাংলা স্টেডিয়ামে বসে বিপিএলের খেলা দেখতে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। গ্যালারিগুলোকে ভাগ করা হয়েছে মোট ১১টি ভাগে। আগের আসরগুলোর মতো এবারও একটি টিকেট দিয়ে প্রতিদিনের দুটি করে ম্যাচ দেখা যাবে।

বিসিবির নতুন ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে অনলাইন টিকেট কিনতে পারবেন ভক্ত-সমর্থকরা। সশরীরে টিকেট পাওয়া যাবে মধুমতি ব্যাংকের সাতটি শাখায়। সেগুলো হলো মিরপুর শাখা, মতিঝিল শাখা, উত্তরা শাখা, গুলশান শাখা, ধানমন্ডি শাখা, কামরাঙ্গীরচর শাখা ও পল্টন ভিআইপি রোড শাখা। এসব শাখায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকেট বিক্রি করা হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম একাধিকবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বেশিরভাগ টিকেট বিক্রি করা হবে অনলাইনে। একই কথা বলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। তাছাড়া, গত ৩০ অক্টোবর বোর্ড সভায় বিপিএলের ১১তম আসরের টিকেট সম্পূর্ণ অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসেছে বিসিবি।

টিকেটের মূল্য: (মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম)

১. গ্র্যান্ড স্ট্যান্ড (নিচে): ২০০০ টাকা 
২. গ্র্যান্ড স্ট্যান্ড (উপরে): ২০০০ টাকা
৩. আন্তর্জাতিক গ্যালারি উত্তর (মিডিয়া ব্লক): ১০০০ টাকা
৪. আন্তর্জাতিক গ্যালারি দক্ষিণ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা
৫. আন্তর্জাতিক লাউঞ্জ দক্ষিণ (কর্পোরেট ব্লক): ১০০০ টাকা
৬. ক্লাব হাউজ দক্ষিণ (শহীদ মুশতাক স্ট্যান্ড): ৫০০ টাকা
৭. ক্লাব হাউজ উত্তর (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা
৮. দক্ষিণ গ্যালারি: ৩০০ টাকা
৯. উত্তর গ্যালারি: ৩০০ টাকা
১০. পূর্ব গ্যালারি: ২০০ টাকা
১১. ক্লাব হাউজ দক্ষিণ (শহীদ মুশতাক স্ট্যান্ডের 'বর্জ্যশূন্য জোন'): ৬০০ টাকা (৩০০টি নির্দিষ্ট টিকেট)।

 

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

9h ago