আজ অস্ট্রেলিয়ায় বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শন

সিডনিতে আতশবাজি উৎসব। ফাইল ছবি: সংগৃহীত
সিডনিতে আতশবাজি উৎসব। ফাইল ছবি: সংগৃহীত

২০২৪ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্ব নানা উৎসবে মেতে উঠলেও অস্ট্রেলিয়ার সিডনি হবে নববর্ষের আগের দিন উদযাপনের জন্য সবচেয়ে আইকনিক গন্তব্যস্থলের মধ্যে অন্যতম প্রধান শহর।

২০২৫ সালের কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সিডনি তার সর্বকালের সর্ববৃহৎ নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

আয়োজকরা এবারও বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছে।

নতুন বছরকে স্বাগত জানাতে পৃথিবীর বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে আতশবাজি উৎসবের। বিশ্বসেরা খেতাব পেতে প্রতিযোগিতা চলে শহরগুলোর মধ্যে। এই প্রতিযোগিতায় বরাবরই শীর্ষে থাকে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যনির্ভর শহর সিডনি।

সিডনির বন্দর উপকূলে আজ নববর্ষ উদযাপন করতে ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন।

আয়োজকরা বলেছেন, বিগত বছরগুলোর তুলনায় এবারের উৎসব হবে সবচেয়ে মুগ্ধকর,  আকর্ষণীয় ও বিস্ময়কর। যারা এটি দেখবেন তারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন।

অবিশ্বাস্য ভিজ্যুয়াল, যুগান্তকারী প্রযুক্তি ও সম্প্রদায়কেন্দ্রিক মনোভাবের সঙ্গে এ বছরের উৎসবটি তার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় হওয়ার প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর।

এ বছর সিডনি হারবার ব্রিজের পশ্চিম দিকে ৮০টি নতুন অবস্থান থেকে আতশবাজি প্রক্ষেপণ শুরু হবে। এই সংযোজনটি আরও বেশি চিত্তাকর্ষক প্রদর্শন নিশ্চিত করবে।

বন্দর জুড়ে উপস্থিত দর্শকদের একটি অবিস্মরণীয় দৃশ্য দেখানো হবে।

আতশবাজি সিডনি হারবারের সাত কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হবে। ককাটু দ্বীপ থেকে পয়েন্ট পাইপার পর্যন্ত একটি নতুন ভিজ্যুয়াল আবহ তৈরি করবে। উদ্ভাবনী 'পাইরোটেকনিক' প্রভাব এবং নতুন বায়বীয় প্ল্যাটফর্মসহ নয় টনেরও বেশি আতশবাজি স্থাপন করা হবে, যা একটি শ্বাসরুদ্ধকর প্রদর্শনের নিশ্চয়তা দেবে।

আজ প্রদর্শিত হবে দুটি আতশবাজি শো। রাত ৯টায় এবং মধ্যরাত ১২টায়।

২০ মিনিট স্থায়ী প্রথম শোটি একটি পরিবারবান্ধব আতশবাজি হিসেবে পরিচিত। মূলত নতুন প্রজন্মের জন্য আলাদা এই প্রদর্শন। এতে সিডনির বহুসাংস্কৃতিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রকৃতিকে তুলে ধরা হবে। এটি শহরের সমৃদ্ধ বৈচিত্র্য এবং সম্প্রদায়ের চেতনা উদযাপন করবে।

মধ্যরাতে শুরু হবে বিশ্বসেরা আতশবাজি উৎসব। মাত্র ১২ মিনিটের বিস্ময়কর শোটিতে ২৩ হাজার স্বতন্ত্র পাইরোটেকনিক শট, ১৩ হাজার বায়বীয় শেল এবং ৪০ হাজার ইফেক্ট দেখানো হবে। এ বছর মোট ২৬৪টি ফায়ারিং লোকেশন থেকে আতশবাজি প্রক্ষেপণ করে সিডনি হারবার ব্রিজকে আলোকিত করা হবে। এবার অস্ট্রেলিয়ায় প্রথমবারের মত বিশাল এলাকা জুড়ে পানির উপর মুগ্ধকর ইফেক্ট তৈরি করা হবে। 

সিডনির আতশবাজি প্রদর্শনের জাঁকজমকের পিছনে রয়েছে প্রচুর পরিমাণে পরিকল্পনা ও নির্ভুলতা। 'ফোটি ইন্টারন্যাশনাল ফায়ারওয়ার্কস' গত ২৮  বছরেরও বেশি সময় ধরে দর্শনীয় এই প্রদর্শনীর আয়োজন করে আসছে।

এই সংস্থাটি ২০২৪ সালের উৎসব ত্রুটিহীন এবং নিশ্চিত করতে প্রস্তুতি হিসেবে ব্যয় করেছে চার হাজার ৫০০ ঘণ্টারও বেশি সময়।

আতশবাজি ৮০ কিলোমিটার তারের মাধ্যমে ৩২টি ফায়ারিং প্যানেলের সঙ্গে সংযুক্ত ১৬টি অবস্থান থেকে পরিচালনা করা হবে।

এ বছরের উৎসবে সিডনি অপেরা হাউসের পাল থেকে নিক্ষেপ করা আতশবাজির সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে শহরের বিভিন্ন আকাশছোঁয়া অট্টালিকাও।

আকিদুল ইসলাম : অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Scorched at work: Global report revealed dire heat risks for workers

A joint report released by the World Health Organisation (WHO) and the World Meteorological Organisation (WMO) exposed the growing dangers of extreme heat on workers’ health and productivity worldwide.

34m ago