ভিনিসিউসের লাল কার্ডের বিরুদ্ধে রিয়ালের আপিল

Vinicius Junior

ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে শেষ মুহূর্তের গোলে জিতলেও রিয়াল মাদ্রিদের জন্য ধাক্কা হয়ে এসেছে ভিনিসিউস জুনিয়রের লাল কার্ড। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে রিয়াল। আনচেলত্তির আশা পরের ম্যাচের নিষেধাজ্ঞা এড়াতে পারবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

শুক্রবার রাতে লা লিগার ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষকের মুখে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস। এতে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা ভিনির। তবে আনচেলত্তির আশা নিষেধাজ্ঞা থেকে রেহাই দেয়া হবে ২৪ বছর বয়েসী তারকাকে,  'লাল কার্ডের ফাউল ছিলো না এটা, হলুদ কার্ডের ফাউল ছিলো। এজন্য আমরা আশাবাদী যে সে নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না।'

২০২২ সালে ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ভিনিসিউস। সেই স্মৃতি মনে করিয়ে আনচেলত্তি বললেন, এসব জায়গায় মানসিক চাপ নিয়ে খেলেন তিনি,  'তার জায়গায় থাকা কঠিন। নানাবিধ অপমানসহ সে যেসবের মধ্য দিয়ে গিয়েছে তা সামলানো সহজ নয়। সে বিপর্যস্ত ও ক্ষমা চেয়েছে। আমাদের সামনে তাকাতে হবে।'

সোমবার কোপা দেল রের ম্যাচে চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচে ভিনিসিউসকে পাওয়া যাবে আশা করে দলের সঙ্গে নিয়ে যাচ্ছেন তিনি,  'আমরা আশাবাদী যে সে কোন নিষেধাজ্ঞা পাবে না। পরের ম্যাচ খেলতে দলের সঙ্গে থিবো কর্তোয়া আর রুডিগার ছাড়া সবাই সফর করবে।'
 

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

2h ago