হাসপাতাল ছাড়লেও এমবাপের খেলা নিয়ে অনিশ্চয়তায় রিয়াল

ছবি: এএফপি

শারীরিক অসুস্থতা থেকে কিছুটা সেরে উঠেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। হাসপাতাল ছেড়ে বিশ্বকাপজয়ী তারকা ইতোমধ্যে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের স্কোয়াডে। তবে ফিফা ক্লাব বিশ্বকাপে স্প্যানিশ পরাশক্তিদের পরের ম্যাচে তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

গত বুধবার জ্বর, বমি, পেটব্যথা ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন এমবাপে। মূলত পরিপাকতন্ত্রের তীব্র প্রদাহে (গ্যাস্ট্রোএন্টেরাইটিস) আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর গতকাল বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে রিয়াল জানায়, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। ফিরেছেন দলটির অনুশীলনের স্থান পাম বিচে।

অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে রিয়ালের প্রথম ম্যাচে খেলতে পারেননি এমবাপে। তাকে ছাড়া মাঠে নেমে অবশ্য হতাশ করে জাবি আলোন্সোর শিষ্যরা। গত বুধবার রাতে 'এইচ' গ্রুপের ম্যাচে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে দলটিকে ১-১ গোলে রুখে দেয় সৌদি ক্লাব আল হিলাল।

৩২ দলের টুর্নামেন্টে রিয়ালের পরের ম্যাচ মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে। বাংলাদেশ সময় অনুসারে, শার্লটে আগামী রোববার দিবাগত রাত একটায় খেলতে নামবে লস ব্লাঙ্কোরা। তবে স্প্যানিশ গণমাধ্যম এল চিরিংগিতো জানিয়েছে, এখনও পুরোপুরি ফিট নন এমবাপে। ফলে পাচুকার বিপক্ষে তার খেলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

সবশেষ ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন এমবাপে। পিএসজি ছেড়ে রিয়ালে নাম লেখানোর পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে ৪৩ গোল করেন তিনি। লা লিগায় ৩৪ ম্যাচে ৩১ গোল করে ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শু জেতেন।

ব্যক্তিগত পর্যায়ে নজর কাড়লেও দলীয়ভাবে একই পর্যায়ের সাফল্য উপভোগ করতে পারেননি এমবাপে। স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় রিয়াল। তবে দলটি জেতে উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago