বিডিআর হত্যাকাণ্ড: হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে কমিশন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ফাইল ছবি

২০০৯ সালে বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন ভারতে শেখ হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে।

আজ সোমবার রাওয়া ক্লাবে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভার পর কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান এ তথ্য জানান।

ফজলুর রহমান বলেন, 'সন্দেহভাজনদের সঙ্গে, বিশেষ করে বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বা আমাদের জন্য আইনগতভাবে গ্রহণযোগ্য সরাসরি উপায়ে যোগাযোগ করব।'

তিনি বলেন, 'ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে হয় তাকে প্রত্যর্পণের আবেদন করব, অথবা আমাদের টিম সেখানে গিয়ে তার সাক্ষাৎকার নেবে।'

তিনি জোর দিয়ে বলেন, 'এটা বলাই যথেষ্ট নয় যে বিডিআর হত্যাকাণ্ড স্থানীয় বা বিদেশিদের মাধ্যমে ঘটেছে। ভারত জড়িত আছে বলা হলেও এর পক্ষে প্রমাণ দিতে হবে।'

ফজলুর রহমান বলেন, 'বিডিআর হত্যাকাণ্ডের অনেক প্রমাণ গত ১৬ বছরে ধ্বংস হয়ে গেছে। তবে এখন যা কিছু করা হবে, তা উন্মুক্ত থাকবে।'

তিনি উল্লেখ করেন, তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা থাকবে। তবে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করা হবে। 'কমিটির উদ্দেশ্য হলো সবার ন্যায়বিচার নিশ্চিত করা।'

জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বিডিআর হত্যাকাণ্ড তদন্তে নিরপেক্ষ থাকবে বলে আশ্বস্ত করে বলেন, 'ছোট-বড় সব ধরনের প্রমাণ গুরুত্ব সহকারে নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Matarbari: The island where Bangladesh is building its economic future

The deep-sea port project in Matarbari promises to transform regional trade

13h ago