গাজার স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা চারশ ছাড়াল

সিরিয়া সীমান্তে আইডিএফের সেনাদের অভিযান। ফাইল ছবি: রয়টার্স
সিরিয়া সীমান্তে আইডিএফের সেনাদের অভিযান। ফাইল ছবি: রয়টার্স

উত্তর গাজায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবারের এই লড়াইয়ে আরও তিন সেনা আহত হয়েছেন। যার ফলে, প্রায় দুই বছর ধরে চলমান স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

আজ বৃহস্পতিবার সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

আগের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছিল, ২০২৪ সালে সব মিলিয়ে ৩৬৩ জন সেনা হারিয়েছে ইসরায়েল। নিহতদের বেশিরভাগই গাজায় নিহত হন।

তিন নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট মাতিতইয়াহু ইয়া'আকভ পেরেল (২২), স্টাফ সার্জেন্ট কানাউ কাসা (২২) এবং স্টাফ সার্জেন্ট নেভো ফিশার (২০)। 

নিহত সেনারা ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

৩ নিহত আইডিএফ সেনা। ছবি: আইডিএফ
৩ নিহত আইডিএফ সেনা। ছবি: আইডিএফ

একই ঘটনার আরও তিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন অফিসারও আছেন। অফিসারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রাথমিক তদন্ত মতে, সেনারা বেইত হানৌনে অভিযান চালানোর সময় একটি ট্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বড় আকারের বিস্ফোরণ ঘটে।

এর আগের দুই দিনে আরও তিন সেনা নিহত হয়েছেন। পৃথক পৃথক ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনা। সব মিলিয়ে, হামাসের বিরুদ্ধে স্থল অভিযান ও সীমান্ত এলাকায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৪০১ এ উপনীত হয়েছে।

এ ছাড়া, বুধবারের ইসরায়েলি বিমানবাহিনীর একটি হেলিকপ্টার জাবালিয়ার একটি স্কুল ভবনে অবস্থানরত হামাস যোদ্ধাদের ওপর হামলা চালানোর দাবি করেছে।

আইডিএফের দাবি, হালাওয়া স্কুলে ঘাঁটি গড়েছিল হামাসের যোদ্ধারা। তারা সেখান থেকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল।

ফিলিস্তিনি গণমাধ্যমের মতে, এই ভবনটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবির হিসেবে ব্যবহার হচ্ছিল।

গোলান মালভূমিতে আইডিএফের অভিযান। ফাইল ছবি: রয়টার্স
গোলান মালভূমিতে আইডিএফের অভিযান। ফাইল ছবি: রয়টার্স

গাজার নাগরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, এই হামলায় অন্তত নয় জন ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। হামাসের এই হামলায় অপ্রস্তুত ইসরায়েল হতবিহবল হয়ে পড়ে। প্রাণ হারান এক হাজার ২০০ মানুষ এবং হামাসের হাতে জিম্মি হন ২৫১ জন।

এই হামলার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে পরে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। সেদিনই শুরু হয় পাল্টা হামলা, যা আজ অবধি চলছে। মাঝে নভেম্বরে এক সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ছাড়া এই যুদ্ধে কোনো বিরতি নেই। ইসরায়েলের নির্বিচার হামলায় ৪৬ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসরায়েলের দাবি, এই সময়সীমার মধ্যে তারা ১৮ হাজার হামাস যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে হত্যা করেছে এবং আরও এক হাজার হামাস সদস্যকে ইসরায়েলি ভূখণ্ডে হত্যা করেছে।

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

8h ago